বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে: মাশরাফী বিন মোর্ত্তজা অধিনায়ক হিসেবে শুক্রবার শেষ ম্যাচ খেলবেন বলে ঘোষণা দিয়েছেন


ছবির কপিরাইটABC1
Image captionআগেই বোর্ড সভাপতি ঘোষণা দিয়েছিলেন মাশরাফী অধিনায়ক থাকছেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা ঘোষণা দেন, শুক্রবারের ম্যাচটিই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
তিনি বলেন, "এটাই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ, আজ সকালেই মনে হল যে শেষ হওয়া উচিৎ।"
তবে অবসরের কোন ঘোষণা তিনি দেননি। তিনি বলেন, এরপর সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবেন।
সংবাদ সম্মেলনে টানা কথা বলবার এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি ম্যাচ জেতা এই অধিনায়ককে।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মাশরাফী পরামর্শ দেন, এরপরে যিনিই অধিনায়ক হবেন তিনি যাতে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব নেন।
  • মাশরাফীর অবসর ভাবনা: ক্রিকেট নাকি রাজনীতি?
  • মাশরাফী কি বিশ্বকাপে নিজের খেলা নিয়ে সন্তুষ্ট
  • বিতর্কের মধ্যে আট মাস পর ওডিআই মাঠে মাশরাফী
  • বিসিবি সভাপতির ক্ষোভ কতটা যৌক্তিক?
মাশরাফী বিন মোর্ত্তজাছবির কপিরাইটABC1
Image captionজিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই তার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।
"সাকিব হোক আর যেই হোক সে যাতে ২০২৩ পর্যন্ত থাকে"
ওয়ানডে সিরিজ শুরু হবার আগেই একটি সংবাদ সম্মেলনে মাশরাফীর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় পক্ষে বিপক্ষে, সেখানে তিনি বলেছিলেন, "আমি কি চুরি করেছি? আমি কি চোর?"
"আত্মসম্মান বা লজ্জার কথা কেনও আসবে, আমি চোর? আমি কি চুরি করি মাঠে? মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে কেন?"
এই কথাগুলো বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে আসছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মাশরাফী বিন মোর্ত্তজার সংবাদ সম্মেলনের পর থেকেই।
আগেই বোর্ড সভাপতি ঘোষণা দিয়েছিলেন মাশরাফি অধিনায়ক থাকছেন না।
মি. নাজমুল হাসান পাপন বলেন, "এরপর দলে থাকতে চাইলে অন্য ক্রিকেটারদের মতো ফিটনেস প্রমাণ করে এবং ঘরোয়া ক্রিকেটে খেলার পর নির্বাচকরা যথেষ্ট মনে করলে মাশরাফী জাতীয় দলে সুযোগ পাবেন।"
মাশরাফী বিন মোর্ত্তজাছবির কপিরাইটabc1
Image captionতবে অবসর নেয়ার ঘোষণা দেননি মাশরাফি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এক মাসের মধ্যে নতুন অধিনায়ক ঠিক করা হবে বলেও জানান নাজমুল হাসান পাপন।
সাকিব আল হাসানকে প্রথম পছন্দ হিসেবে রাখলেও নিষেধাজ্ঞার কারণে তার কথা আপাতত মাথায় আনছে না জানিয়েছেন বোর্ড প্রধান।
বাংলাদেশ ক্রিকেট দল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ ছাড়া টানা হারছে।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের ২৫তম ওয়ানডে সিরিজ জয়।